
বাগেরহাট অফিস : বাগেরহাট জেলার রামপাল উপজেলার রোমজাইপুরে ভয়াবহ নদীভাঙন ও নিরাপদ পানির সংকট মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় গতকাল বুধবার রামপাল থানার পাশে বালুর মাঠে এই গণশুনানি আয়োজন করা হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন খুলনা পানি উন্নয়ন সার্কেলের সহকারী প্রকৌশলী চিন্ময় মল্লিক, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (রামপাল) ইমরান হোসেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল হাসান মিলন, প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদার, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

