
বাগেরহাট অফিস : রামপাল থানা পু্িলশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে করা মামলায় ৩ জন সন্ধিগ্ধ আসামি গ্রেফতার করেছে। আটককৃতদের আজ শনিবার দুপুরে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। আটককৃতরা হলেন উপজেলার বড় নবাবপুর গ্রামের আ. মাজেদ ফারাজীর পুত্র আ. কাদের ফারাজী (১৮), কালেখারবেড় গ্রামের আ. কাদের শেখের পুত্র জালি শেখ (৩৭) ও কালেখারবেড় গ্রামের মৃত আ. কাদের শেখের পুত্র মো. শফিউদ্দিন শেখ (৪৮)। রামপাল থানা পুলিশের সূত্রে জানা গেছে, আমামীদের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায আ. কাদের ফারাজীকে রণসেন এলাকা থেকে, শফিউদ্দিনকে রাত ২ টার সময় রাজনগর এলাকা থেকে ও আসামি জালিকে শুক্রবার বেলা ১১টায় জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।