জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড়ু গ্রামের রুস্তুুম শেখের পুত্র জাহাঙ্গীর শেখ নিখোঁজের ২মাসের অধিক সময় অতিক্রান্ত হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এইর ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটিন অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, গত ২১ জুলাই হতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবার ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুজির করার পরেও ২ মাস অতিবাহিত হওয়ায় তার কোন সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে নিখোজ জাহাঙ্গীর শেখের পিতা রুস্তুম শেখ রশিদ শেখের পুত্র একই গ্রামের ফারুক শেখ ও তার স্ত্রী শাহানুর বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি হত্যার উদ্যোশে তাকে গুম করে রেখেছে। পরাকিয়া প্রেমের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে সূত্র জানান।
এ ব্যাপারে রামপাল থানার এস আই কামাল হোসনে জানান, তদন্ত করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশী তৎপরতা রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত