রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে দেশী ও বিদেশী সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। শুক্রবার আনুমানিক রাত ৭ টায় রামপাল থানা এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচালনা কালে রামপাল থানাধীন রামপাল সাকিনস্থ হাজী এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে তিন রাস্তার মোড়ের এসআই লিটন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ একটি মটরসাইকে তল্লাশি করে ৪ বোতল দেশী ও বিদেশী মদ এবং মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ঞঠঝ ঝঃৎুশবৎ ১২৫ ঈঈ মটর সাইকেল উদ্ধার করে । এসময় তিনজন কে আটক করা হয় আটককৃতরা হলেন উপজেলার শ্রীফলতলা এলাকার আনছার শিকদারের পুত্র তুহিন শিকদার(২৪) একই এলাকার মাজেদ গাজীর পুত্র গাজী ইমরুল কায়েস(২৬) ও ওড়াবুনিয়া এলাকার মনোরঞ্জন ঢালীর পুত্র মনোজিৎ ঢালী(২৬) ।
রামপাল থানার ওসি সোমেন দাশ সত্যতা নিশ্চিত করে বলেন তিনজন কে মদ সহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রামপালে মদ সহ গ্রেফতার ৩
Leave a comment