রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপালে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার রনশেনের মোড় নামক স্থান থেকে ওই এলাকার হিরু কবির হিরুর পুত্র মোঃ সজিব শেখ (২২) এবং মানিকনগর এলাকার আব্দুল মান্নান শেখের পুত্র সাইফুল (৩৫) কে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এরপর সোমবার সকালে উপজেলার হুড়কা এলাকার মৃত নূর মোহাম্মদ মোড়লের পুত্র আসাদুল মোড়ল আসাদ (৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ ঝলমলিয়া দিঘির পাড় থেকে গ্রেফতার করে রামপাল থানা পুলিশ।
রামপাল থানা ওসি এসএম আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দু’টি মাদক মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে রামপাল থানা পুলিশের অভিযান চলমান থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত