
বাগেরহাট অফিস
শুক্রবার জুম্মা বাদ মোহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে রামপাল সদরে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভারতীয় বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুসল্লীরা এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন। রামপাল উপজেলার শ্রীফলতলা ঈদগা ময়দানে জুম্মা বাদ আশপাশের মসজিদগুলো থেকে দুই সহস্রাধিক মুসল্লি শ্লোগানে মুখরিত করে তোলেন এলাকা।
তারা মিছিলসহকারে উপজেলা পরিষদের চত্বরে সমাবেশ করেন। এ সময় ভারতীয় বিজেপির ওই দুই মুখপাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হলে আরও কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেয়। মুসলমানরা নবী (সা:) এর অবমাননা মেনে নেবেন না। প্রয়োজনে শহীদ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় বক্তৃতা করেন মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হেকায়েত হোসেন, হাফেজ তৈয়াবুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা আবু দাউদ শেখ, হাফেজ মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মো: হামীম নূরী। সমাপনী বক্তৃতা করেন শেখ আহম্মদ আলী প্রমুখ।