
জন্মভূমি রিপোর্ট : খুলনার জেলা গোয়েন্দা পুলিশের বিশেখ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২০ পিস লোহার পাইপসহ যুবককে গ্রেফতার করা করা হয়েছে। বটিয়াঘাটার গোপালখালী গ্রামের শৈলেন রায়ের মুদি দোকানের পূর্ব পাশে নদীর পাড় হতে গত বৃহস্পতিবার দিনগত রাত পৌঁণে ১২টায় মোঃ আব্দুল্লাহ সরদারকে গ্রেফতার করা হয়। আসামি মোঃ আব্দুল্লাহ সরদার দাকোপের চুনকুড়ি এলাকার মজিবর সরদারের পুত্র তিনি। এ সময় র্তা কাছ থেকে তিনশ’ সাতান্ন কেজি ওজনের ২০টি লোহার পাইপ।
এ ঘটনায় এসআই (নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় পেনাল কোড আইনে মামলা দায়ের করেন।