
জন্মভূমি ডেস্ক : শব্দের চেয়ে দ্বিগুণ গতির রাশিয়ার একটি সুপারসনিক বোমারু যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে দাবি মস্কোর। যদিও ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
বিবিসি জানায়, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে তাপোলেভ টিইউ-২২ যুদ্ধবিমানে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনায় বড় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।
মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ায় জানিয়েছেন, মস্কো অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষাবাহিনী। ইউক্রেন সীমান্তের উত্তর-পূর্বে ব্রায়ানস্ক অঞ্চল থেকে দুজনকে আটকও করা হয়েছে।
এদিকে সুপারসনিক যুদ্ধবিমানে হামলার ঘটনায় তিনটি বড় বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করে কর্তৃপক্ষ।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারের মতো ড্রোন নিয়ে হামলা চালায় ইউক্রেন। এতে আমাদের বিমানটি ধ্বংস হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হননি। টিইউ-২২ সুপারসনিক বোম্বার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলায় ব্যবহার করা হয়েছে। এই বোম্বারটি ঘণ্টায় ২ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে। ২৪ হাজার কেজির গোলাবারুদ বহনে সক্ষম এই বোম্বার সিরিয়া, চেচনিয়া, জর্জিয়া ও ইউক্রেনে ব্যবহার করেছে মস্কো।

