
ডেস্ক নিউজ : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গ্রামীণ সড়কের পাশে ১০টি ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশে এসব ব্যাগ দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর আকালবরিশ গ্রামের রাস্তার পাশে ১০টি কালো রঙের হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশকিছু বোমাসদৃশ বস্তু বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এরপর বোমা শনাক্তকরণ ও উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।
স্থানীয় আব্দুল জলিল বলেন, সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন লোককে একসঙ্গে সড়কটি দিয়ে হেঁটে যেতে দেখেছি। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রঙের ব্যাগ। ব্যাগগুলো দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে এলাকাটি ঘিরে রেখেছে। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি।
এ বিষয়ে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, সকাল ৯টার দিকে আকালবরিশ এলাকায় বোমাসদৃশ কিছু দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। আমরা সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি। আমাদের বোমা নিষ্ক্রিয়করণ দলও এসেছে। খুব দ্রুত ব্যাগগুলো উদ্ধার করা হবে।