জন্মভূমি ডেস্ক : ভারতের জম্মুতে জোড়া বিস্ফোরণে নয়জন আহত হয়েছেন। শনিবার সকালে জম্মুর নারওয়ালের একটি শিল্প এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে, শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার জম্মু ও কাশ্মীর অংশ শুরু হয়েছে। বর্তমানে তিনি জম্মু থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত চাদওয়ালে যাত্রাবিরতিতে রয়েছেন। আগামীকাল জম্মুর উদ্দেশে তার যাত্রা শুরুর কথা। এরই মধ্যে এ ধরনের ঘটনা ঘটলো।
ভারতীয় পুলিশ জানিয়েছে, এটা কী ধরনের বিস্ফোরণ, তা এখনো নিশ্চিত নয় তারা। তবে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা আছেন।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (জম্মু) মুকেশ সিং বলেন, জোড়া বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ও তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের পর পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া অভিযানের অংশ হিসেবে যানবাহন তল্লাশি করা হচ্ছে।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার জম্মু ও কাশ্মীর অংশ আগামী ৩০ জানুয়ারি শ্রীনগরে গিয়ে শেষ হওয়ার কথা আছে। এই পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন, আজ তারা বিশ্রাম করছেন। আগামীকাল তারা জম্মুর দিকে পুনরায় যাত্রা শুরু করবেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত