
বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ঐতিহ্যবাহী এমএম সিটি কলেজ একটি গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাগার। এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্র আজ নানান অবস্থান থেকে দেশ পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের কলেজের সুনাম বৃদ্ধিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। কলেজের সুনাম ও উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে রিইউনিয়ন। তিনি বলেন, রিইউনিয়নের মাধ্যমে প্রাক্তণ ছাত্রদের অংশগ্রহণে খুলনায় হবে মিলনমেলা। এই মিলনমেলা মধ্য দিয়ে সিটি কলেজের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। সেজন্য রিইউনিয়ন সফল করতে সকল ব্যাচের সাবেক ছাত্রদের দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে। তিনি উপস্থিত প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব ব্যাচের দায়িত্ব নিয়ে সকল বন্ধুকে নিবন্ধিত করতে হবে।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় খুলনা সিটি কর্পোরেশনের আলতাফ মিলনায়তনে সিটি কলেজের রিইউনিয়নের প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতা তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন কলেজের প্রাক্তন ছাত্র এমডিএ বাবুল রানা, মো. মোর্শেদ উদ্দিন, বিশ্বাস জাফর আহমেদ, নুরুজ্জামান খান, আমিন রেজা, অধ্যা. শিকদার রুহুল আমিন, অধ্যা. শিকদার মনিরুজ্জামান, ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, অধ্যা. মানজার আলম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, রিইউনিয়নের আহ্বায়ক শেখ মো. জাহাঙ্গীর আলম। সভা পরিচালনা করেন রিইউনিয়নের সদস্য সচিব তসলিম আহমেদ আশা। এসময়ে উপস্থিত ছিলেন শেখ আবিদ উল্লাহ, মো. মোর্তুজা শেখ, এ এস এম নুরুল আলম ময়না, রফিকুল ইসলাম পিকু, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির হিমু, মো. রবিউল ইসলাম রবি, শেখ ইখতিয়ার হোসেন সেবা, আবু আসলাম চৌধুরী, মুন্সি আব্দুর রাজ্জাক, বিপ্লব কুমার দাস, মোস্তাফিজুর রহমান মিঠু, মো. ফায়েজুল ইসলাম টিটো, মো. আব্দুল কাদের শেখ, শামিম আহমেদ পলাশ, মো. মনিরুল ইসলাম, মো. আল আমিন উকিল, মো. রফিকুল ইসলাম বাবু, দেব দুলাল বাড়ৈ বাপ্পী, মুসফিকুর রহমান সাগর, শাহারিয়ার পারভিন লাকি, শিরিন আরা চৌধুরী, রোকেয়া রহমান, বনানী সুলতানা ঝুমু প্রমূখ।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিক্ষা থাকার কারণে রিইউনিয়নের তারিখ ৪ নভেম্বর থেকে ২৭ অক্টোবর শুক্রবারে করার সিদ্ধান্ত হয়। সভায় দেশী-বিদেশী সংগীত শিল্পীদের নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়। ২৭ তারিখ সকল ৮টায় সিটি কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলণ এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে রিইউনিয়নের উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালী করে জেলা স্টেডিয়ামে সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়। লাঞ্চ বিরতির পরে সাংস্কৃতিক অনুষ্ঠান করারও সিদ্ধান্ত হয়।