
বিজ্ঞপ্তি : ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ১০ দফা দাবিতে রবিবার বেলা ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন খুলনা জেলার পক্ষ থেকে জেলা প্রশাকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন খুলনা জেলা সভাপতি রঙ্গলাল মৃধা ও অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সম্মতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ)’র নিকট প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, রিকশা-ভ্যান-ইজিবাইক জৈব জ্বালানিবিহিন পরিবেশ বান্ধব বাহন। বিজ্ঞান প্রযুক্তির ছোঁয়ায় জল-স্থল এবং আকাশপথে সকল যান রূপান্তরিত হয়ে আধুনিক থেকে আধুনিকতম হলেও রিকশা নামক অতি সাধারণের এই বাহনটি আজও অপরিবর্তিত রয়েছে। বুয়েট প্রস্তাবিত মডেলে আধুনিকায়নসহ বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান, আর্থিক প্রণোদনা, ড্রাইভিং লাইসেন্স প্রদান ও লাইসেন্স প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত যানবাহন আটক বন্ধের নির্বাহী আদেশ জারি, ব্যাটারিচালিত শ্রমিকদের উপর জুলুম-নির্যাতন, চাঁদাবাজী বন্ধ করা, কার্ড-টোকেনের মাধ্যমে অবৈধ চাঁদাবাজীর সাথে যুক্ত ব্যক্তি ও পুলিশ-ট্রাফিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ব্যাটারিচালিত যানবাহন গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান, বিভিন্ন রাস্তায় রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে রাস্তা ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, শ্রমিকদের জন্য রেশন ও বাসস্থানের ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহণ হিসেবে শিল্পের স্বীকৃতি প্রদান ও জামানত বিহীন ঋণের ব্যবস্থা, জীবিকা সুরক্ষা আইন প্রণয়নসহ ১০ দফা দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মিজানুর রহমান বাবু, এইচ এম শাহাদাৎ, শেখ আব্দুল হান্নান, সুতপা বেদজ্ঞ, আফজাল হোসেন রাজু, হুমায়ুন কবির, ধীমান বিশ্বাস, রাজিব হোসেন, গোলাম রসুল, সানোয়ার হোসেন, দুলাল হোসেন, নুরুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।