
জন্মভূমি ডেস্ক : কন্টেন্ট ক্রিয়েটর ও ঢাকা ১৭ আসনের এমপি পদে নির্বাচন করা আশরাফুল আলম ওরফে হিরো আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন।
সামবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালতে জবানবন্দি দেয়ার সময় হিরো আলম বলেন, উনি (রিজভী) আমার বাবার বয়সী। তিনি ক্ষমা চাইলে তাকে যেন মাফ করে দেয়া হয়। এসময় তার আইনজীবী মুনসুর আলী রিপন তাকে থামিয়ে মামলা দায়েরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
শুনানিতে আইনজীবী রিপন বলেন, একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেওয়া উচিত নয়। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটুক্তি করেছেন সেটি কোনোভাবেই উচিৎ হয়নি।
এরপর আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।