
বিল্লাল মাহমুদ মানিক
রিমঝিমাঝিম বৃষ্টি এলে
মন হয়ে যায় উতাল হাওয়া,
এদিকওদিক ছুটতে থাকি
ভুলে গিয়ে খাওয়া-দাওয়া।
পাখির মতো উড়তে থাকি
যা মনে চায় করতে থাকি,
নদীতে মাছ ধরতে থাকি
পড়ালেখায় দিয়ে ফাঁকি।
কলাগাছের ভেলায় ভাসি
কদম-কেয়ার দেখি হাসি,
বৃষ্টি ভিজে বাড়ি আসি
সর্দি-জ্বরে যদিও কাশি।
ব্যাঙের ঘ্যাঙর শব্দ শুনি
কল্পলতার গল্প বুনি,
বৃষ্টিফোঁটার সংখ্যা গুণি
শফিক তমাল আমি রুনি।