ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্মে এবার ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট গুগল। টেলিকম প্রতিষ্ঠানটির ৭.৭ শতাংশ কিনে নেবে গুগল। গত এপ্রিলে ফেসবুক জিওর শেয়ার কেনার পর থেকে এ পর্যন্ত ১০টির ওপর বৈশ্বিক কম্পানি জিওতে বিনিয়োগ করল। এর ফলে গত কয়েক মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মোট বিনিয়োগ পেল ১ দশমিক ৫২ ট্রিলিয়ন রুপি (২০ দশমিক ২২ বিলিয়ন ডলার)।
গতকাল বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি কম্পানির বার্ষিক বৈঠকে এ তথ্য জানান। এর আগে গুগলের মূল কম্পানি আলফাবেটের সিইও সুন্দর পিচাই ঘোষণা দিয়েছেন ভারতে তাঁর কম্পানি ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আগামী পাঁচ থেকে সাত বছরের জন্য। এর পরই জিওতে এ বিনিয়োগের ঘোষণা এলো।
ভারতের সবচেয়ে সফল টেলিকম প্ল্যাটফর্ম জিওর গ্রাহকসংখ্যা এখন প্রায় ৪০ কোটি। এই বিশাল গ্রাহকসংখ্যা কাজে লাগিয়ে মুকেশ এখন ই-কমার্স ও ডিজিটাল ব্যবসা গড়ে তোলার চিন্তা করছেন। বিশ্লেষকরা বলছেন, মুকেশ আম্বানি ফেসবুকসহ অনেক প্রযুক্তি জায়ান্টকে তাঁর জিয়ো প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। ফলে তিনি যদি সুযোগ কাজে লাগান তবে অচিরেই তাঁর জিয়ো প্ল্যাটফর্মের নাম শোভা পাবে গুগল, আমাজন, আলিবাবা এবং টেনসেন্টের মতো প্রতিষ্ঠানগুলোর পাশে। রয়টার্স।