জন্মভূমি ডেস্ক : বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, মসজিদে হামলা ও অপহণের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া সকাল থেকে রুমার অভ্যন্তরীন সকল যান চলাচল বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে।
আজ রোববার (৭ এপ্রিল) সকালে রুমা বাজার ব্যাবসায়ী, সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির লাইনম্যানের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া যায়।
বাজারের ব্যবসায়ী আবু সিদ্দিক জানান, রুমায় ব্যাংক হামলার ঘটনায় আতঙ্কে বাজার এলাকায় অধিকাংশ দোকান বন্ধ ও লোকজন চলাচল সীমিত রয়েছে বলে জানান তিনি।
রুমা বাজার সমিতির কর্তব্যরত সদস্য জানান, বাজার এলাকা জনগণের উপস্থিতি অনেকাংশে কম থাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া সকাল থেকে রুমার অভ্যন্তরীণ সকল যান চলাচলও বন্ধ রয়েছে। তবে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত কোথাও থেকে গুলির শব্দ শোনা যায়নি।
মালিক সমিতির লাইনম্যান মো. জাকির জানান, সকাল থেকে বান্দরবান-রুমায় গণপরিবহন চলাচল করলেও উপজেলার অভ্যন্তরীণ সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
রুমা থানার ওসি মো. শাহজাহান জানান, বাজার এলাকায় আংশিক দোকান বন্ধ থাকলেও যোগাযোগ ব্যাবস্থা স্বাভাবিক থাকার কথা।
সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে জানতে চাইলে এই বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত