রূপসা প্রতিনিধি : অগ্নি নির্বাপনে করণীয় বিষয়ক সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টায় ইলাইপুর চৌরাস্তা মোড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে রূপসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন স্থানীয়দের ছোট খাটো অগ্নিকান্ড ও গ্যাস সিলিন্ডারে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রনে প্রাথমিক প্রশিক্ষণ দেন। এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের সদস্য মোঃ নেওয়াজ শরিফ, মোঃ শরিয়াতুল্লাহ, মোঃ আকছেদ আলী, মোঃ সামছুল হক, মোঃ সিরাজুল ইসলাম। মহড়ার শুরুতে স্বাগত বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল। রূপসা এলাকাসহ পাশর্^বর্তী এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ০১৭২০-৩৩৪৪৬৪ নম্বরে সংবাদ দেয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান স্টেশন কর্মকর্তা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত