রূপসা প্রতিনিধি
রূপসায় ঈদুল ফিতর উপলক্ষে নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত সভা রোববার বেলা ১১টায় শ্রমিক লীগ নেতা কুতুব উদ্দিনের বাড়ির বৈঠকখানায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন বুলবুলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির।
বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: আক্তার ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফরিদ শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: বেনজীর হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: আসাবুর রহমান মোড়ল, ফ ম আইয়ুব আলী, মো: মামুন শেখ, সিদ্দিক শেখ, ওলিয়ার রহমান, নাজির শেখ, মোজাফফর সেখ, খালিদ হোসেন, ইফতে খায়রুল আলম, আ: রাজ্জাক, মো: কামাল হোসেন, মিলাদুল শেখ, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: জিয়া উদ্দিন, শান্ত, রহিম মিনা, রাজু আহম্মেদ, মহিউদ্দিন মানিক, তুষার দাস, বাবুল মিয়া, আলামিন শেখ, শাহনাজ, সুফিয়া খাতুন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত