রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর কলোনির শিশুশিক্ষার্থী মোঃ মঈনউদ্দিন (৮) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি গত ৯ এপ্রিল বেলা ১২ টায় বউবাজার এলাকায় খেলতে গিয়ে আঠারো বেঁকি নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে শিশুটির সন্ধান পাওয়া না গেলেও গত সোমবার শ্রীরামপুর এলাকার একটি ইট ভাটার অদূরে আঠারোবেকী নদীতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে শিশুটির পরিবার লাশ নদী থেকে উত্তলন করে। মঈন উদ্দিন উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মোঃ সোহেলের একমাত্র ছেলে।সে কিন্ডারগার্টেন এন্ড মাদ্রাসার ছাত্র ছিল।
একমাত্র সন্তানের মৃত্যুতে তার পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে যায়। বিকাল চারটায় রহিম নগর কলোনি স্পোর্টিং ক্লাবের মাঠে জানাযা নামাজ শেষে তাকে রহিমনগর কলোনির নিজস্ব কবরস্থানে দাফন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত