জন্মভূমি রিপোর্ট
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের আমতলার হাট সংলগ্ন সড়কে ইজি বাইকের ধাক্কায় হুমাইরা আক্তার নামে ১০ বছর বয়সী শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ অঘটন ঘটেছে। শিশুটি দুর্জ্জনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্জ্জনীমহল গ্রামের মুরাদ পেয়াদার মেয়ে হুমাইরা সকালে হাটের পার্শ্ববর্তী রাস্তা পার হচ্ছিল। তখন পেছন থেকে একটি দ্রæতগামী ইজি বাইক এসে তাকে ধাক্কা মারে। মোবাইল ফোনে কথা বলতে-বলতে চালক ইজিবাইক চালাচ্ছিলেন। প্রচন্ড আঘাতে শিশুটির মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। সে রাস্তায় লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইজিবাইক ও চালককে উত্তেজিত গ্রামবাসী আটক করে ক্ষোভ ঝাড়তে শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেছে।
আইচগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রাশেদুল হক সরকার দৈনিক জন্মভূমিকে বলেন, নিহতের পরিবারের সদস্যদের পক্ষ হতে জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। চালক জান্নাত (৩০) কে ও ইজিবাইকটি আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানায় মামলা দায়ের হয়নি।
স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুটির বাবা-মা রাজধানী ঢাকায় থাকেন। সে দাদা-দাদীর কাছে থাকত। বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।