রূপসা প্রতিনিধি : রূপসায় ইবিএম ইটভাটার মালিক ইউনুস আলী সিকদারকে ইটভাটা চালানোর কাগজপত্র সঠিক না থাকায় ১লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার আলাইপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইবিএম ইট ভাটা চালিয়ে আসছে ভাটা মালিক। সোমবার পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী ইট ভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে লোকালয়ে ইটভাটা স্থাপন, সরকারি এলজিইডি রাস্তা দখল ও ইট তৈরি করার পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না থাকায় উপজেলা সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।