
রূপসা প্রতিনিধি : রূপসায় “কৃষিই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায় শনিবার দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান বলেন, পুষ্টি অভাব পূরনে পারিবারিক পুষ্টি বাগান, পতিত জায়গা আবাদের আওতায় আনা, উচ্চ ফলনশীল লবন সহিষ্ণু /সুগন্ধী ধানের জাত সম্প্রসারণ, ভুট্টার সাথে আন্ত:ফসল চাষ করা, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, পলিমালচ এর সুবিধা মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করা। খুলনা খামারবাড়ির উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে কৃষকদের প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ক্লাইমেট স্মার্টপ্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধীমন মজুমদার।