রূপসা প্রতিনিধি: রূপসায় হিন্দল ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি (রহ: আ:) ৮১০তম ওফাত দিবস উপলক্ষে রূপসা খানকা-এ চিস্তিয়া দরবার শরীফ এর ঊদ্যোগে দুই দিনব্যাপী ৩০তম পবিত্র ফাতেহা শরীফ ও দোয়া মাহফিলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১৮ জানুয়ারি বাদ যোহর রূপসার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে চিস্তিয়া মঞ্জিলে অন্যান্য বছরের ন্যায় এ অনুষ্ঠান করা হয়।
আলোচনা সভা ও নছিয়ত করেন পূর্ব রূপসাস্থ মারকাযুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি মোঃ আনিছুর রহমান।প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাগেরহাটের হাকিমপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মাবুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমগুড়িয়া দরবার শরীফ (ভারত) রূপসা খানকা-এ চিস্তিয়া দরবার শরীফের প্রধান খলিফা শাহ সুফি সৈয়দ সফিউর রহমান চিস্তি ( কাচ্চু)।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ আশাবুর রহমান, এড. মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক বেনজীর হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ইসরাইল শেখ, হাফেজ খালিদ হাসান শামীম, মুফতি হোসাইন আহমদ, হাফেজ আব্দুল জলিল, আজগর আলী, নৈহাটী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু তাহের শেখ, বাগমারা বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ ও নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহিদ হাসান, আলহাজ্ব আবুল হোসেন, আলহাজ্ব আবুল কালাম, মোঃ মুজিবুর রহমান, মোঃ মাসুম রেজা, শ্রমিক লীগ নেতা মোঃ ইসহাক শেখ, মোঃ আব্দুর রহিম প্রমুখ।
রূপসায় চিস্তিয়া মঞ্জিলে পবিত্র ফাতেহা শরীফ ও দোয়া
![](https://dainikjanmobhumi.com/wp-content/uploads/2023/01/দোয়া-মাহফিল.jpg)
Leave a comment