
বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে সোমবার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা নতুনহাট বাজার, টি এস বি ইউনিয়নের কাজদিয়া বাজার, মালিবাগ মোড়সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাপুত্র এস এম খালেদীন রশিদী সুকর্ন। গণসংযোগ এবং পথসভার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার করেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, আব্দুর গফুর খান, এ বি এম কামরুজ্জামান, মোঃ জাকির হোসেন, আবু তাহের, আবজার শেখ,কামাল হোসেন,হারুনুর রশীদ,মোঃ খোরশেদ শেখ,সিরাজ শেখ, এইচ এম কামাল, সিরাজুল ইসলাম,খান জাহিদ হাসান,হামীম কবীর রূবেল,হোসাইন কবীর সজল,আমজাদ বাবু, সুব্রত বাকচী,রঞ্জু হালদার,নুরুল হুদা চন্দন, আঃ রশিদ শেখ, আরাফাত হোসেন সাকিব,খায়রুল হাওলাদার,জাহিদুর রহমান, সেলিম বাবু,শফিকুল ইসলাম টুটুল,মোঃ মনিরুজ্জামান, মিজানুর রহমান,মুরাদ শেখ,রনজিত হালদার,জাহিস হাসান, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়,ইয়াসির আরাফাত খান,বাধন হালদার, শিমুল দেবনাথ, উপ-সাংস্কৃতিক সম্পাদক রুদ্রনীল হালদার শুভ,নাজমুল হুদা অঞ্জন,সাদ্দাম হোসেন,শুকুর শেখ,রিমেল রাজ,মেঘরাজ,চুন্নু রাজ,ইমন প্রমূখ।