
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামবাসীর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন ধারার প্রচার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উঠান বৈঠক শনিবার সন্ধ্যায় ডোবা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালেদীন রশিদী সুকর্ন।
উঠান বৈঠক ও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, আব্দুল গফুর খান, গোপাল চন্দ্র মন্ডল, এ বি এম কামরুজ্জামান, রবীন্দ্রনাথ বিশ্বাস, শান্তিরাম মল্লিক, নির্মল সরদার, সহাদেব বৈরাগী, সিরাজুল ইসলাম, খান জাহিদ হাসান, জাহাঙ্গির শেখ, শিশির বর, হামীম কবির রুবেল, হোসাইন কবির সজল, ব্রজেন দাস, সুব্রত বাগচি, রতন মন্ডল, রঞ্জু হালদার, শাহনেওয়াজ কবির টিংকু, আব্দুর রশীদ, জাহিদুর রহমান, খায়রুল হাওলাদার, মনিরুজ্জামান হাওলাদার, গোবিন্দ মালি, পরিতোষ বিশ্বাস, রনজিত হালদার, তরুন দাস, মোল্যা ফরহাদ হোসেন, উত্তম দাস, মুরাদ শেখ, সাদ্দাম হোসেন, উজ্জল দাস, সঞ্জয় মল্লিক, মাহফুজুর রহমান মানিক, সোহেল পারভেজ, বাবু শিকদার, এ্যাড: ফিরোজ আহম্মেদ, এ্যাডঃ বিশ্বজিত তরফদার, আমজাদ হোসেন বাবু, ইখতিয়ার মোল্যা, আকতার শিকদার, বুদ্ধদেব মল্লিক, গুরুপদ দাস, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম, ইয়াসির আরাফাত, বাধন হালদার, রুদ্রনীল হালদার শুভ, আবু বক্কর, রূপম দাস, সজীব পাল, দিবাকর, বিপুল দাস, তুহিন মন্ডল, নাহিদ হাসান, পলাশ মালি, ইমন, তাপস দাস, উজ্জল দাস, দিপক বালা, রকি, শুভ, রাজীব, রাব্বি, আশিক, আবদার শেখ, মনিরুল ইসলাম, সোহরাব শেখ, আলি, মেঘরাজ, তুফান, নওশের, রিমেল, সজল শেখ প্রমুখ।
এর আগে তিনি ঘাটভোগ ইউনিয়নের ডোবা বাজার, ডোবার বটতলা মোড়, গোয়ারা জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিভিন্ন প্রচার করেন।

