রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ৪৪ নং হোসেনপুর মৌজাধীন সি,এস ১৪ নং খতিয়ানের ৩১ শতক জমি মোঃ রুমেল রেজার পূর্বপুরুষ ১৯৬১ সালে ক্রয় করে আজপর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। কিছুকাল হলো প্রতিপক্ষ মাহাতাব হালদারের ওয়ারিসগন তাদের নামে উক্ত ৩১ শতক জমির মধ্য হতে পনেরশতক জমি আরএস রেকর্ড করিয়ে ভোগদখলে নেয়ার চেষ্টা করিলে নিরুপায় হইয়া রুমেল মোড়লের পরিবার আদালতের স্মরণাপন্ন হয়। দীর্ঘদিন পর্যবেক্ষনের পর আদালত রুমেল মোড়ল গংদের পক্ষে রায় প্রদান করে। কিন্তু থেমে নেই মাহাতাব হালদারের ওয়ারিসগন তারা গতকাল আদালতের রায় উপেক্ষা করে বসতভিটায় জোরপূর্বক ঘর স্থাপন করে জমি দখলের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, হোসেনপুর গ্রামের মোড়ল পরিবার ও হালদার পরিবারের মধ্যে সম্প্রতি সময়ে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল।
এই বিরোধে স্থানীয়ভাবে একাধিকবার দেন-দরবার অনুষ্ঠিত হয় কিন্তু বিবাদীপক্ষ আদালতের রায় ও স্থানিয় শালিশীগনের রায়কে উপেক্ষা করে একপর্যায়ে গত সোমবার সকালের দিকে আশিক হালদার তার দলবল নিয়ে রুমেল মোড়লের বসতবাড়িতে হামলা চালিয়ে গাছপালা কর্তন করে। একই সঙ্গে পূর্ব পরিকল্পনায় সম্পূর্ণ বেআইনীভাবে রুমেল মোড়লের বসতবাড়ির উত্তরপূর্ব কোণে একটি ছাপড়া ঘর স্থাপনের চেষ্টা চালায়। জোরপূর্বক এই জমি দখলের বাধা দিতে গেলে আশিক হালদার ও তার লোকজন উত্তেজিত হয়ে রুমেল মোড়ল ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী রুমেল মোড়ল বলেন, জোর জবরদস্তি করে জমি দখলের জন্য সন্ত্রাসী কায়দায় আমার বসতবাড়িতে ঘর তোলার চেষ্টা করে এবং আমি ও আমার পরিবারের লোকজনের সাথে অশালীন আচরন করে। রুমেল আরো জানান, একাধিকবার স্থানীয় সালিস ও গ্রাম্য আদালতে উভয়কে আহবান করা হলে তা আশিক গং অমান্য করে । এ কারণে আদালতের মাধ্যমে ফয়সালা করেছি। কিন্তু আশিক গং আদালতকে ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে।
রূপসায় জোরপূর্বক বসতভিটা দখল ও ঘর স্থাপনের চেষ্টা
Leave a comment