
জন্মভূমি রিপোর্ট : খুলনার রূপসার নৈহাটি গ্রামের মো. দেলোয়ার হোসেনের নামে ডিসিআর কৃত জমি নড়াইল জেলার লোহাগড়া থানার এসআই মিজান শেখ ও তার ভাই বাবু শেখসহ তাদের সহযোগিরা দখলের চেষ্টা করছে। গত ১১ আগস্ট বেলা ১১টায় পুলিশের ক্ষমতার দোহাই দিয়ে তাদের সহযোগি বিল্লাল শেখ ও ইসমাইল হাওলাদার এই ৪ জন ট্রাক্টর নিয়ে চাষ করতে আসে। বাঁধা দিলে হামলা করে আহত করে। রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
লিখত বক্তব্য পাঠ করেন দেলোয়ার হোসেনের কন্যা মো. ফজিলা বেগম। তিনি বলেন, জমি চাষ করা কালিন আমি প্রমান স্বরূপ মোবাইলে ছবি তোলার সময় বাবু শেখ আমার মোবাইল কেড়ে নেয় এবং বেদম মারপিট করে ও শ্লীলতাহানি ঘটায়। এসময় আমার গলায় থাকা ১২আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। আমার বাবা, মা ও বড় ভাই বাঁধা দিলে তাদেরও মারপিট করে আহত করে। আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেয়। রক্তাক্ত অবস্থায় আমাদের খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের নামে মামলা দিয়ে এলাকা ছাড়া করবে।
সম্মেলনে তিনি বলেন, ১২ আগস্ট ভোর ৫ টায় টায় বাবু ও বল্লাল হাতে সাবল নিয়ে আমাদের বাড়িতে এসে আমার ভাবীর কাছে বলে আজ ১০টার মধ্যে বাড়ি থেকে সকলে চলে যাবি। না হলে ঘর ভেঙ্গে আগুন দিয়ে জ¦লিয়ে দেয়া হবে। তাদের ভরে আমরা স্বপরিবারে নিরাপত্তা হিনতায় ভুগছি। এই ঘটনায় ১২ আগস্ট পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এসময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।