
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার নিকলাপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের মারপিটে নৈহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রেখা আক্তারসহ চার জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। আহত অপর তিন জন হলো রেখা আক্তারের বোন রিনা আক্তার, মেয়ে সুমা ও ভাইয়ের স্ত্রী মুসলিমা বেগম চম্পা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত রেখা জানায়, গত ৭ এপ্রিল বিকালে পার্শ্ববর্তী হাফিজ শেখের বাড়ির কুকুরের কামড়ে রেখার পায়জামাসহ কাপড় ছিড়ে যায়। এ ঘটনায় রেখা কুকুরের মালিক হাফিজুরের স্ত্রী সাবিনার নিকট অভিযোগ করলে দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ৮ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে হাফিজুরের ভগ্নিপতি মো. জাকির এসে রেখাদের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে। এসময় ঘটনাস্থলে ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমান এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা চলাতে থাকেন। একপর্যায়ে হাফিজুর শেখ তার স্ত্রী সাবিনা বেগম, মা তহমিনা বেগম, বড় বোন হাসনা বেগম, ছোট বোন রেশমা ও ভগ্নিপতি মোঃ জাকির উত্তেজিত হয়ে রেখা আক্তার, রিনা আক্তার, পুত্রবধূ মুসলিমা বেগম চম্পা ও রেখার মেয়ে সুমাকে বেধড়ক মারপিট করে।
মারপিটের সময় রেখার গলায় থাকা ১২আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের একটি আংটি, বিদেশ থেকে আনা একটি মোবাইল এবং তার মেয়ে সুমার গলায় হতে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অপরদিকে হাফিজুর শেখের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন আমার মাকে তারা মেরেছে। আমি মেম্বারকে ডেকে এনেছি। মেম্বার এসে আমাদের উভয়পক্ষকে শান্ত হতে বলেন। কিন্তু আমার মাকে মারায় পরিস্থিতি উল্টে যায়। স্বর্ণালংকারের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ঘটনা।