জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জ্জনীমহল গ্রামে ইয়ামিন মল্লিক (২২) নামে এক দিনমজুরকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাতে এ অঘটন ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮ টার দিকে ওই গ্রামের রাইফেলের মোড় সংলগ্ন সড়ক দিয়ে ইয়ামিন হেটে যাচ্ছিলেন। তখন ২০ থেকে ২৫ জনের একদল দুবৃত্ব রাম দা, ড্যাগার, ছোরা ও লাঠি হাতে তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যকার কয়েকজন এলোপাতাড়ি মারপিট করার পাশাপাশি তার পায়ে ধাঁরালো অস্ত্রাঘাত করে। আহত ব্যক্তির আর্তচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত জখম হওয়া ইয়ামিনকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত