ডেস্ক রিপোর্ট : রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের নিকলাপুর গ্রামে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে চিংড়ি ব্যবসায়ী মামুন অর রশিদ বাবু (৩৮) আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে তিনি মোটরসাইকেলযোগে জনৈক আইয়ুব মাস্টারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পিঠের বাম পাশে বিদ্ধ হয়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ এ ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত