রূপসা প্রতিনিধি : রূপসায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে আইচগাতী ফাঁড়ি পুলিশ। শুক্রবার সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে নাসিমের ভাড়াটিয়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির নাম অরূপ হাজরা অভি (২৫)। সে সাতক্ষীরার কালিগঞ্জ থানার ফতেপুর এলাকার বাসিন্দা বঙ্কিম চন্দ্র হাজরার পুত্র।
রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম জানান, আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ নকীব ইকবাল গোপন সংবাদের ভিত্তিতে নসিমের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াকৃত ঘর তল্লাসী করে দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে এবং অভিযুক্ত অরূপ হাজরা অভিকে গ্রেফতার করে। এ ব্যাপারে রূপসা থানায় মামলার প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত