জন্মভূমি ডেস্ক : খুলনার রূপসায় পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজপুর এলাকায় অবস্থিত পপুলার পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করেই তারা পাট গোডাউন থেকে প্রচণ্ড ধোয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর জন্য কাজ করছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত