রূপসা প্রতিনিধি : রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে গত ১ ফেব্রুয়ারি গভীর রাতে উত্তর খাজাডাঙ্গা গ্রামের কৃষকের সবজি ক্ষেত কর্তন করেছে একদল দুর্বৃত্ত। ভুক্তোভোগী কৃষক মাসুদুর ও জাকির গোলদারের সূত্রে জানা যায় গত বুধবার গভীর রাতে কে বা কারা তাদের সবজ্বি ক্ষেতে প্রবেশ করে তিন শতাধিক উন্নত জাতের ফলনশীল শীম গাছ কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। তাছাড়া উক্ত ক্ষেতে অবস্থিত চাষাবাদের জন্য মাটির নীচ থেকে পানি উত্তোলনকারী পাম্প ও পাইপ ভেঙে বিনষ্ট করেছে। এতে উক্ত ব্লকের আওতাধীন ৬ থেকে ৭ একর জমির ধান চাষ হুমকিতে পড়েছে।
ভুক্তভোগী কৃষক এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান বলেন সবজ্বি ক্ষেত বিনষ্টের ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দূর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে অভিযোগটি রূপসা থানা পুলিশ বরাবর প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ভুক্তভোগী কৃষক মো: মাসুদ ও জাকির জানান আমরা দুর্বৃত্তের হানায় সর্বস্বান্ত হয়ে পড়েছি। বারবার এক শ্রেণির মাদক সেবী উঠতি বয়সের ছেলেরা কাহারো সবজ্বি ক্ষেত বিনষ্ট, কাহার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ সহ নানা ধরনের অপকর্ম তাদের নিত্যদিনের ব্যপার হয়ে দাড়িয়েছে। দুর্বৃত্তদের ক্ষতিসাধনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষক ও দিনমজুর শ্রেণীর মানুষেরা এ কারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।