রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বড়জ্বালা বিলে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য চাষির ঘেরের মাছ লুট এবং ঘের পাহারা দেওয়ার ঘরে আগুন লাগিয়ে লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। ঘের মালিক ও লিখিত অভিযোগ সুত্রে জানাযায় গতকাল ১২ এপ্রিল সকালে নারকেলি চাদপুর মৌজার বড়জ্বালা বিলে ইউসুফ শেখের পুত্র মোঃ সাথিল শেখ (৩৩) এর মৎস্য ঘেরে জোরপুর্বক প্রবেশ করে মৎস্য লুটকরে এবং ঘের পাহারা দেওয়া ঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় পার্শ্ববর্তী ঘের মালিক মোঃ বারেক শেখ (৪৫), হাবিবুর শেখ (৫০) এবং সোহাগ শেখ (৩০) কে সন্দেহাতীতভাবে দায়ী করে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তাছাড়া সাথিল শেখ আরো জানান পার্শ্ববর্তী ঘের মালিক বারেক আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত রিকর্ডীয় সম্পত্ত্বিতে বাধা পাড় দাবী করলে আমি তাকে বলেছি ধান কাটার পর আমিন এনে জমি মেপে সে পেলে তাকে ছেড়ে দেব । তা সত্ত্বেও রারেক গং আমার ক্ষতি সাধন করেছে। অপরদিকে মৎস্য ঘের লুট ও অগ্নিসংযোগের ব্যাপারে আঃ বারেক শেখ এর নিকট জানতে চাইলে তিনি বলেন ১৫ বছর পুর্বেথেকে ঘেরসহ উক্ত জমি আমি খরিদ করে ভোগদখল করে আসছি। হঠাৎ করে পার্শ্ববর্তী ঘের মালিক মোঃ সাথিল শেখ আমার ঘেরের একটি পাড় দাবী করে আমি তাকে শুকনো মৌসুমে আমিন এনে মেপে সে পেলে তাকে ছেড়ে দেব বলি। এবং ঘাটভোগ ইউপি চেয়ারম্যানকে জমিনিয়ে গোলযোগের বিষয়টি অবহিত করি। এঘটনায় ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান স্থানীয় ইউপি সদস্য কাজী আঃ কুদ্দুসকে ঈদের দুইদিন পরে সরেজমিনে উপস্থিত থেকে জমিমেপে সমাধান করার নির্দেশ দেয়। বাদীপক্ষ উক্ত সমাধানের পথ অমান্য করে আমাকে অহেতুক হয়রানির নিমিত্তে নিজের মৎসঘের পাহারা দেওয়ার ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এবং ডালপালা নিজেই উলোটপালোট করে আলামত সৃষ্টি করে আমাকে মিথ্যা ও সম্পুর্ন বানোয়াট ভাবে হয়রানি করার জন্য থানায় অভিযোগ করেছে। যা তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।