রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাধাল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় মধ্যযুগীয় কায়দায় দেশীয় অস্ত্রদিয়ে কুপিয়ে ও পিটিয়ে তিন জনকে রক্তাক্ত জখম করেছ দুর্বৃত্তরা। এদের মধ্যে গুরুতর আহত মোস্তাক মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রসীরা ভুক্তভোগীদের কাছে থাকা নগদ অর্থ লুটপাট ও মোটরসাইকেল ভাংচুর করেছে। এ ব্যপারে ভুক্তভোগীর ভাই জনী মোড়ল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করে রূপসা থানায় মামলা দায়ের করেছে। আসামিরা হলেন আরিফ মোড়ল (৪৫), আজাদ মোড়ল (৩২), আরিফ মোড়ল (২৫), আকরাম মোড়ল ৩৮ ইকরামুল মোড়ল (৩৮) মারুফ শেখ (২৫), উবায়দুল মোড়ল (২৩), কাদের শিকদার।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত