
রূপসা প্রতিনিধি : রূপসার ইলাইপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর ও মারপিটের ঘটনায় মামলা দায়ের করায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার ইলাইপুর গ্রামের তাছির উদ্দীনের স্ত্রী সেতারা বেগম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগি সেতারা বেগমের মেয়ে কামরুন্নাহার বৃষ্টি। এ সময় উপস্থিত ছিলেন সেতারা বেগম ও অপর মেয়ে শীলা আক্তার।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ১৫ জুলাই ভোরে ইলাইপুর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে ভুমিদস্যু ও চিহ্নিত সন্ত্রাসী মনিরুজ্জামান ওরফে হাতেম, মোঃ আমিরুল হক, মোঃ আব্দুল হক শেখ, মোঃ ফজলে শেখ, মোঃ সিরাজ শেখ, মোঃ মনিরুজ্জামান ওরফে হাতেমের স্ত্রী সাবেক ইউপি সদস্য মমতা হেনা জোসনা, নৈহাটী গ্রামের জাহাঙ্গীর হোসেন মুন্নার ছেলে ইসমাইল হোসেন চঞ্চলসহ ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী লোহার রড, শাবল, দা, বাঁশের লাঠি, হাঁতুড়ি ও বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে মোঃ মনিরুজ্জামান ওরফে হাতেম সেতারা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বসতভিটা থেকে চলে যাওয়ার হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, একপর্যায় তারা আমার স্বামী ও দুই মেয়েসহ আমাকে মারপিট করে বেধে রেখে আমাদের বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। পাশাপাশি আমাদের বাড়ির প্রবেশ মুখে আমার নামে থাকা ১০ কাঠা দালিলিক জমি ঘেরা বেড়া দিয়ে দখলের চেষ্টা চালায়। হাতেম বাহিনী আরো বেপরোয়া হয়ে আমাদেরকে জীবননাশের হুমকি অব্যাহত রেখেছে। এরমধ্যে আসামি চঞ্চল ৬ আগস্ট জামিনে মুক্তি পেয়েছে। বর্তমানে হামলাকারী সন্ত্রাসীরা আমাদের বাড়ির উপর কঠোর নজরদারী রেখেছে। আমাদেরকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছেনা।