রুপসা প্রতিনিধি : রূপসায় মাদকের বিরুদ্ধে চল যাই যুদ্ধে এই প্রতিপাধ্যকে সামনে রেখে যুব ও ছাত্র সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্যে এলাকার সুনাগরিকজন কর্তৃক আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বিকালে পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে উভয় দল একটি করে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পক্ষান্তরে প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলায় সিনিয়র টিমের পক্ষে একটি গোল করেন ৪ নম্বর জার্সি পরিহিত সাইমুম এবং জুনিয়র টিমের পক্ষে গোল করেন ৩ নম্বর জার্সি পরিহিত অপু। খেলা পরিচালনা করেন জগদীশ। এ সময় উপস্থিত ছিলেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পাইক, ইউপি সদস্য শফিকুল ইসলাম ফকির, মৃনাল সরকার, মুছা মোল্লা সবুজ, মোঃ কবির মোল্লা, অরুণ কুশরী, আঃ আজিজ ফকির, শহিদুল ইসলাম পাইক, গৌতম শীল, শংকর কুশরী, নুর খান প্রমুখ।