
ইউএনও বরাবর লিখিত অভিযোগ
জন্মভূমি ডেস্ক : পূর্ব রূপসায় ফলন্ত তরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইসহাক শেখ রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত সোমবার আনুমানিক ৫টার দিকে পূর্ব রূপসা বাগমারা গ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের সিএন্ডবি কলোনির মো. ইসহাক শেখের বাড়ির আঙিনায় মিন্দি গাছের পাতা নিতে থাকে প্রতিবেশী মো. আফজাল শেখের কন্যা মরিয়াম। এমনকি মিন্দি পাতা নেওয়ার মুহুর্তে গাছের ডাল ভেঙে ফেলা হয়। তখন ইসহাকের বাড়ির লোকজন ডাল ভেঙে নষ্ট করার কথা বলা হলে মরিয়াম তার বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি প্রদানসহ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। পরবর্তীতে ক্ষ্যান্ত না হয়ে মরিয়াম ও তার বোন কাকলি দু’জনে একত্রিত হয়ে দা দিয়ে আনুমানিক রাত ১০টার দিকে বাড়ির আঙ্গিনায় জমিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রোপনকৃত পেপে, সিম, লাউ গাছসহ বিভিন্ন তরকারীর ফলন্ত গাছ কর্তন করে। ফলন্ত সবজি গাছ কর্তনের সময় দেখার পরেও ইসহাকের বাড়ির লোকজন তাদের ভয়ে বাধা দিতে সাহস পায় নি। ভুক্তভোগী ইসহাক ঘটনার পরে মরিয়ামের পিতা মো. আফজাল শেখ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে বিষয়টি জানানো হলে তারা লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।
পরে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা: রিনা পারভীন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনাটি সরেজমিনে এসে দেখে যান।
ভুক্তভোগী এ ধরনের বেআইনি অপরাধের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

