রূপসা প্রতিনিধি : রূপসার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি মঙ্গলবার রাতে উপজেলার আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটি, ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর, সিন্ধুরডাঙ্গা, তালতলা, আমদাবাদ, সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মাতৃভূমিকে এগিয়ে নিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়বে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ জনগণের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অধিকার পুনরুদ্ধার করেছে। ধর্মনিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করবে। তাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, এসএম হাবিব, খুলনা জেলা মোতালেব হোসেন, আকতার ফারুক, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, মুনীর হোসেন মোল্যা, ফরিদ শেখ, তপন কুমার বিশ্বাস, আলমগীর হোসেন শ্রাবন, শম্ভু কুমার দাস, অশোক কর্মকার, দুলাল নন্দী, শ্যামল দাস, বিশ্বনাথ দাস, তাপস কুন্ডু, অপুর কর্মকার, পার্থ কুন্ডু, দেবাশীষ নন্দী, দেবাশীষ কুন্ডু, তমাল রায়, সুকুমার রায়, স্বপ্না রানী পাল, রাবেয়া সুলতানা, ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, কামরুজ্জামান সোহেল, শফিকুর রহমান ইমন, রবিউল ইসলাম, মহিউদ্দীন মানিক, ইমরাজ হোসেন, মিরাজুল মোল্যা, আরিফ তালুকদার, তুহিন বিশ্বাস, তপন রায়, পলাশ বিশ্বাস, সুবর্ন মজুমদার, উত্তম বিশ্বাস প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত