জন্মভূমি রিপোর্ট : নারী ও শিশু নির্যাতন দমন আইনে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেসহ অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগে রূপসা থানায় দায়ের হওয়া মামলার ছয় জন আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত থানা পুলিশ ও কয়েকটি ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এর মধ্যে তিন জন ওয়ারেন্টভুক্ত আসামি আছেন।
পুলিশ জানায়, রহিমনগর এলাকা হতে মোঃ হাবিবুর ওরফে হাবি খা (৫২) নামে একজনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। শিয়েলি এলাকা হতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মোঃ বাবু শেখ (৩৪) গ্রেফতার হয়েছে। শোলপুর গ্রাম থেকে মারামারি মামলার আসামি মোঃ ইমন শেখ (৩০) কে গ্রেফতার করা হয়। গোয়ড়া এলাকা হতে চিরঞ্জিত বাগচি, বাগমারা এলাকা হতে রাজা হাওলাদার এবং রহিমনগর এলাকা হতে আব্দুল হক নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
আদালতের এক কর্মকর্তা বলেন, আসামিদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালত সমূহ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত