রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামডাঙ্গা গ্রামে গতকাল ১৩ মে রাতে ভাইয়ের হাতে ভাই হাতুরির আঘাতে নিহত হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় আসন্ন বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে রসুল মিনা এবং তার চাচাত ভাইদের সাথে প্রথমে কথা কাটাকাটি এবং পরে বাঁশের লাঠি, হাতুরি এবং লোহার রড নিয়ে একে অপরের উপর হামলা করে। হামলায় ইকতিয়ার মিনার পুত্র রসুল মিনা(৪২) কে প্রতিপক্ষরা হাতুরি দিয়ে মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আহত অবস্থায় রসুল মিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে ঐ সংঘর্ষে রসুল মিনার ভাই আতাহার মিনা(২৮), ফারুক মিনা(৩২), পান্না মিনা(৩০) জখম হন। অপরদিকে অপর পক্ষের আজাদ মিনার পুত্র ইলিয়াস মিনা(৬৫), টুকু মিনার পুত্র মোস্তাক মিনা(৪৫), আমজাদ মিনার পুত্র টুকু মিনা(৭০), ইলিয়াস মিনার পুত্র শাকিল মিনা(২৫), হাবিব মিনা(২৮) এবং আলামিন মিনা(৩৮) জখম হয়। আহতদের কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক বলেন পূর্ব শত্রুতার জের এবং বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে রসুল মিনা নিহত হয়েছে। দুই পক্ষ একে অপরের আপন চাচাত ভাই। মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে।