
জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামের ভ্যানচালক রবিউল ইসলাম মোল্লা (২১) হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার হয়েছে। সোমবার ভোর রাতে থানা পুলিশ ও ডিবি’র যৌথ অভিযানে তারা গ্রেফতার হয়। তাদের হেফাজত হতে নিহতের ব্যবহৃত বাটন মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। ওই ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। জব্দ হয়েছে-হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত। গত ৮ জুন দুপুরে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের জনৈক ইদ্রিস শেখের ঘেরের পাড় হতে পুলিশ রবিউলের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছিল।
আসামিরা হচ্ছে, মিলকি দেয়াড়া এলাকার ভাড়াটিয়া জনৈক মোঃ কামরুল তালুকদারের ছেলে মোঃ রিয়াজ তালুকদার (২১) এবং মৃত: আতাহার হাওলাদারের ছেলে মোঃ বিল্লাল হাওলাদার (১৯)। সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে তারা হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে আদালতে জবানবন্দী দিয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল কবীর ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দী রেকর্ড করেন। এরপর তিনি আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, গত ৪ জুন রাত সাড়ে ৮ টার দিকে বেলফুলিয়া স্কুল মোড় হতে আসামিরা রবিউলকে ৫শ’ টাকা ভাড়ার বিনিময়ে নন্দনপুর বৌ বাজার এলাকার উদ্দেশ্যে ভাড়া করেন। তারা বিভিন্ন স্থানে ঘুরে ভ্যান চালককে ওই ঘেরের পাড়ে নিয়ে যায়। এরপর তারা রশি ও লুঙ্গির ছেড়া টুকরা দিয়ে ভিকটিমের গলায় ফাঁস দেয়। পরবর্তীতে একটি ইটের টুকরা দিয়ে তার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। ৮ জুন লাশ উদ্ধারের পরদিন নিহতের বড় ভাই সাইফুল মোল্লা ওরফে রহমত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা ও গুমের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ নাজমুল হুদা দৈনিক জন্মভূমিকে বলেন, নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি এতদিন বন্ধ ছিল। রোববার অন্য সিম ব্যবহার করে মোবাইলটি চালু করা হয়। তখন পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করেন। ভোর রাত এক টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর ভোরের আলো ফুটলে আসামিদের নিয়ে হত্যাকাণ্ডের স্থলে যাওয়া হয়। তাদের দেখিয়ে দেয়া স্থান ঘটনাস্থলের আশ-পাশ হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও ইটের টুকরা এবং নিহতের শরীর থেকে হাতের ছাপ এড়াতে ব্যবহার করা এক জোড়া হ্যান্ডগ্লফস্ আলামত হিসেবে জব্দ করা হয়।
(আইও) বলেন, ছিনতাই হওয়া ভ্যানটি সম্পর্কে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অচিরেই ভ্যানটি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।