জন্মভূমি রিপোর্ট : রূপসায় হাবিব হাওলাদার(৪৩) নামে এক যুবকের গলায় রশি দিয়া লাশ উদ্বার করেছে পুলিশ। নেশাগ্রস্ত ছিল বলে পরিবার জানায়।
পুলিশ ও পরিবার জানায়, নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা এলাকায় স্ত্রী সালমা আকতার এর পিতার বাড়ি জমি ক্রয় করে বসবাস করে আসছে।
হাবিব বাগেরহাট জেলার চুড়ামনি আশ্রয়ন প্রকল্প খানপুর এলাকার মৃত রশিদ হাওলাদার এর ছেলে।
আশরাফুজ্জামান বাবু( ২৫) আবু নাইম(১৯) নামে দুই ছেলে রয়েছে।
গত ১৪ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০টা থেকে (বুধবার) সকাল ৬টার মধ্যে যেকোন সময় হাবিব গলায় রশি দিয়ে আত্নহত্যা করে বলে ধারনা করা যাচ্ছে।
স্ত্রী সালমার বসত ঘরের বারান্দার লোহার সাথে গলায় রশি দিয়ে আত্বহত্যা করে। হাবিবের ছেলে বাবু জানায়, আমার পিতা নেশা করে কয়েকবার গলায় রশি দেওয়ার চেষ্টা করে। আমরা দেখতে পেয়ে তাকে উদ্বার করি। ঘরের বিভিন্ন মালামাল রাতে চুরি করে নিয়ে গেছে।
গতকাল রাতে দাদা বাড়ি খান পর থেকে আমাদের সামন্তসেনা বাড়িতে আসে। সবাই ঘুমানোর পর রাতে কোন এক সময় এই ঘটনা ঘটে যা সকালে আমি দেখি।
থানা পুলিশের এস আই দিপক জানান, গলায় রশি দিয়ে আত্নহত্যার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্ত শেষে ছেলে ও স্ত্রীর নিকট হস্তান্তর করেছে করা হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। স্ত্রী বাদী হ য়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।