রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী গ্রামে শনিবার দুপুরে শেখ এমদাদ আলী দ্বীনি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
প্রধান অতিথি বলেন, দেশ ও জাতির উন্নয়নের রূপকার শেখ হাসিনা সরকার। আকাশচুম্বি চ্যালেঞ্জ আর ষড়যন্ত্র মোকাবিলা করে অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করেছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার।
স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও শেখ এমদাদ আলী দ্বীনি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার হালদার। বিষেশ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ,ম সালাম, আঃ মজিদ ফকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান ইসহাক সরদার। উপজেলা সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, মোতালেব হোসেন, আকতার ফারুক, রবিউল ইসলাম বিশ্বাস, রাজীব দাস, আঃ জব্বার শেখ, আঃ মজিদ হালদার, শেখ আঃ সাত্তার, সর্দার মনিরুজ্জামান, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীরআলম, রিনা পারভীন রাবেয়া সুলতানা, হারুন মোল্যা, মোঃ শেখ জামার উদ্দীন, ইমলাক মল্লিক, মামুন শেখ, সফিকুর রহমান ইমন, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল, শরিফুল মল্লিক, শরিফুল ইসলাম সোহাগ, শরিফুল শেখ প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত