রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা চত্বরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ উপলক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে সৌভাগ্যবান কৃষক যাচাই-বাছাই অনুষ্ঠান সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে ও আলাইপুর খাদ্য গুদামের ইনচার্জ আমিন উদ্দীন মোড়লের সঞ্চালনায় বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল। স্বাগত বক্তৃতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজিত কুমার মুখার্জি, রেজাউল করিম, বজলুর রহমান, মোঃ আনিচুর রহমান, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউপি সদস্য আবু সালেহ লস্কর, আজিজুল মোল্যা, ইদ্রিস আলী গোলদার, সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, আখতার খান, চিত্ত রঞ্জন সেন প্রমুখ। রূপসায় এ বছর বোরো মৌসুমে সরকার ৩শ’ ২০ মেট্রিক টন ধান সর্বরাহ করবে। ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে ৩২০ জন কৃষক ১২শ’ টাকা মণ দরে বোরো ধান বিক্রয় করতে পারবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত