জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলার ইলাইপুর বাজার এলাকা হতে তিন কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ মোঃ রাজু শেখ (৩১) নামে একজন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে বাসস্ট্যান্ড পুলিশ ক্যাম্পের একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইলাইপুর গ্রামের ওই বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়। তখন গাঁজাসহ মাদক কারবারী রাজু গ্রেফতার হয়। সে ওই এলাকার জনৈক মোঃ ইউনুস শেখের ছেলে। শুক্রবার আসামিকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত