
রূপসা প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এসএম মোস্তফা রশিদী সুজার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঘাটভোগ ইউনিয়নের আনন্দ নগর ছোট ঝিলের ইফতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঘাটভোগ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন আওয়ামী লীগ নেতা ফ,ম, জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সুজাপুত্র এসএম খালেদীন রশিদী সুকর্ন, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শিকদার, ইরাদত মোল্যা, আঃ গফুর খান, আজিজুল হক কাজল, এবিএম কামরুজ্জামান, তাহিদুল ইসলাম মোল্যা, ইউপি সদস্য আবু সালেহ লস্কর, আসাদ ফকির, আব্দুল হাই মোল্যা, ইলিয়াস লস্কর, কলম লস্কর, জামিল মুন্সী, রেজোয়ান শেখ, তরিকুল ইসলাম সুমন, সিরাজুল ইসলাম, হামীম কবির রুবেল, সুব্রত বাকচী, নজরুল ভূইয়া, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, হোসাইন কবীর সজল, মোল্যা ফরহাদ হোসেন, আব্দুর রশীদ শেখ, রঞ্জু হালদার, খান মারুফ হোসেন, ইখতিয়ার মোল্যা, খায়রুল হাওলাদার, মুরাদ মোল্যা, সোহেল পারভেজ, সেলিম বাবু, মনিরুজ্জামান হাওলাদার, মুরাদ শেখ, বাবু শিকদার, নাহিদুজ্জামান, হাসান আলী, মেহেদী হাসান, সাহাদুল মোল্লা, হাবি ফকির, আরিফ মোল্যা, গোলাম মোস্তফা কিনু, ইয়াসির আরাফাত খান, রূদ্রনীল হালদার শুভ, মোল্লা রুবেল হোসেন, রূপম দাস, আজমাইন ইনকিয়াদ, সজীব পাল শুভ, রকিবুল হাসান, সাদ্দাম হোসেন, মাহফুজুর রহমান মানিক, মেঘরাজ, হিরন ফকির, জনি ফকির প্রমুখ। এর পূর্বে সুজাপুত্র সুকর্ন আলাইপুর শেখ পাড়া যুব সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।