রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার পাঁচানী গ্রামে ইসরাইল মোল্লা হত্যার আসামী ইনতাজ মোল্লা কর্তৃক মামলা তুলে নিতে জীবননাশের হুমকি ও খুনের দায় বাদীর উপর চাপানোর প্রচেষ্টায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী খাদিজা পারভিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন নারী হয়ে স্বামী হত্যার বিচারের জন্য লড়াই করছি। এই লড়াই করতে গিয়ে প্রতিনিয়ত আতংকের মাঝে দিন কাটছে আমার। আসামীরা জামিনে মুক্তির পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে। আমাকে নানাভাবে হয়রানী এবং ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। একারণে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যেকোন মুহুর্তে আমার ও আমার পরিবারের সদস্যদের জান-মালের ক্ষতি করতে পারে। তাই হত্যা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত আসামীদের জামিন বাতিলপূর্বক জেল-হাজতে আটক রাখার দাবি জানাচ্ছি। তা না হলে আসামীরা যে কোন সময় আমার স্বামীর মত আমাকে ও আমার পরিবারকে হত্যা করতে পারে বলে আশংকা করছি।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উক্ত ইনতাজ মোল্লা, সোহাগ মোল্লা ও মারুফ মোল্লা জামিনে মুক্তি পেয়ে আমার বাড়ির সামনে ফুলের মালা গলায় দিয়ে মোটরসাইকেল বহর নিয়ে উল্লাস করে। উক্ত তিন আসামিসহ অজ্ঞাত আরও ১০-১২ জন আমার বাড়িতে গিয়ে আমাকে মামলা তুলে নিতে বলে। তা না হলে আমাকে জানে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। এছাড়া ইনতাজ মোল্লাা আমাকে বিয়ের প্রস্তাবও দেয়। গত ১৮ মার্চ উপজেলা প্রেস ক্লাবের এক নেতা যে নিজেও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে রয়েছেন খুনী ইনতাজ মোল্লার সাথে তার সখ্যতা থাকায় প্রকৃত সত্য আড়াল করে নিজেকে নির্দোষ দাবি করে উল্টো আমাকে ও আমার সন্তানদের খুনি আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করে। তিনি গত ১ এপ্রিল রূপসা থেকে প্রকাশিত রেজিস্ট্রিবিহীন একটি পত্রিকায় ওই সংবাদ সম্মেলনের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ সম্পুর্ণরুপে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন। এমনকি ওই সংবাদ প্রত্যাহারের দাবি করেন তিনি। অন্যথায় আইনী আশ্রয় গ্রহণ করবে বলে উল্লেখ করেন।