
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের মাঝিপাড়া সার্বজনীন হরি শীতলা মন্দিরে ২ দিনব্যাপী শীতলা পুজার সমাপনী বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। হরিশীতলা মন্দির কমিটি কর্তৃক আয়োজিত শীতলা পুজায় পৃথিবীর সকল জীবের কল্যান ও মঙ্গল কামনা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। মন্দির কমিটির সভাপতি তুষার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঙ্গল রায়ের পরিচালনায় বক্তৃতা করেন দ্বীনবন্ধু রায়, রবীন চন্দ্র রায়, গৌরচন্দ্র মৃধা, মমতা রাণী বিশ্বাস, পরিমল মৃধা, রাম চরন মৃধা, সাধন বিশ্বাস, ইন্দ্রজিত অধিকারী, তুহিন বিশ্বাস, সুভাষ মৃধা, মিলন পাত্র, সুশান্ত পাত্র, মৃত্যুঞ্জয় বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, প্রমুখ।

