জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে খুলনা জেলার রূপসা উপজেলায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নয়টি চুল্লী ধ্বংস করা হয়।
রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাত হোসেনের নেতৃত্ব পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবু সাঈদ ও পরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান। এ সময় সার্বিক সহযোগিতা করেন রূপসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাত হোসেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত